সালথায় গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে ও সকল রাজনৈতিক সংগঠনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে সালথা বাইপাস সড়ক সংলগ্ন গণঅধিকার পরিষদের অফিসে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফারুক ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হারুনার রশীদ, সালথা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম মোল্যা ইমরান, সদস্য সচিব, সজীব আল হুসাইন, শ্রমিক অধিকার পরিষদ, ফরিদপুর জেলার সভাপতি জুয়েল ভান্ডারী, অর্থ-সম্পাদক ফিরোজ শেখ, বোয়ালমারী উপজেলার যুগ্ন আহ্বায়ক তারেক হোসেন, ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।










