সালথায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
- আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও সেক্রেটারী তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, জামায়াতে ইসলামী সদর ইউনিট সভাপতি মাওলানা ছায়েম হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়ালি উজ জামান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাছের হোসাইন, এফ এম আজিজুর রহমান আজিজ, মজিবর রহমান, লিয়াকত হোসাইন, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, সালথা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য বিধান মণ্ডল, জামায়াত নেতা সাইফুল ইসলাম মারুফ প্রমূখ। এছাড়াও সালথা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও সঠিক তথ্য প্রকাশের জন্য সকলের প্রতি আহ্বান জানান।










