সালথায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আছর উপজেলার ভাওয়াল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাওয়াল বাগবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক ও বিএনপি নেতা মো. জাহিদ হোসেন (জাহিদ মাস্টার) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরীর ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন, বিএনপি নেতা হাজী রাশেদ মাতুব্বর, জাহিদ মাতুব্বর, আব্দুর রফ মাতুব্বর, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, সদস্য সচিব ইসরাইল মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, যুবদল নেতা কামরুল ইসলাম, বালাম হোসেন, আকুব্বর মাতুব্বর, ইয়াছিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমূখ।
এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে হবে। যাতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয়।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।










