স্বৈরাচার শেখ হাসিনা যুবসমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল- শামা ওবায়েদ
- আপডেট সময় : ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
স্বৈরাচার শেখ হাসিনা যুবসমাজকে বিপদের দিকে ঢেলে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ যুবসমাজের হাতে মাদক তুলে দিয়েছিল। শেখ হাসিনার বিনাভোটের এমপিরা মাদকের ব্যবসা করেছে। সেই মাদক সেবন করে আমাদের যুব ও ছাত্রসমাজ ধ্বংস হয়ে গেছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সাধারন নিরাপরাধ মানুষকে গুলি করে মেরেছে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটাই পার্থক্য, আওয়ামী লীগ দেয় অস্ত্র-মাদক আর বিএনপি দেয় বই-কলম।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে আর ১৭ কোটি মানুষ একটি ভাল নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যুবসমাজের কেউ এখন পর্যন্ত প্রথম বারের মতো ভোট দিতে পারে নাই। গত ১৫ বছরে ভোট দিতে পারে নাই আমাদের মা-বোনেরা। পরে ধুতরাহাটি উচ্চ বিদ্যালয়কে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষনা দেন তিনি।
নগরকান্দা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহিদ হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাফি বিন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার ওসি মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, আশরাফ মুন্সী প্রমূখ।










