সালথায় ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্যালাইন পানি ও কলম বিতরণ
- আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি, স্যালাইন এবং কলম বিতরণ করেছে সালথা উপজেলা ও সালথা কলেজ ছাত্রদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা এসব উপকরণ বিতরণ করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদল নেতা আনিচুর রহমান তাজুল, সাইফুল আলম, রেজাউক হক রাজ, মেহেদী হাসান সোহাগ সালথা কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ রাকিব, তানভীর হাসিব, সোহেল মাতুব্বর, লিমন হোসেন, মুরাদ হোসেন, মাসুম বিল্লাহ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নাঈম মুন্সী, প্রমুখ।
নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে ছাত্রদল তার মানবিক দায়িত্ব পালনের একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছে। ছাত্রদল সবসময় ছাত্রসমাজের পাশে থাকতে চায়। ভবিষ্যতের কর্ণধার এই পরীক্ষার্থীদের সাহস যোগানো ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন। আমাদের এই আয়োজন ছাত্রসমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং ভবিষ্যতেও সালথা ছাত্রদল এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছে।
তারা আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকান্ড নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ও ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। পথচলার শুরু থেকে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহযোগিতা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।










