সালথায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাল বিএনপির
- আপডেট সময় : ০৩:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সালথা উপজেলা শাখা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে উপজেলা পরিষদ চত্ত্বরে। উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার এর নেতৃত্বে, উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুর রহমান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবদলনেতা হাসান আশরাফ, সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ইসরাইল মাতুব্বর, শ্রমিক দলের আহব্বয়ক কালাম বিশ্বাস, সাবেক ছাত্রদল নেতা মাহফুজ খান, যুবদল নেতা বালাম বিশ্বাস, শাফিকুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।











