সংবাদ শিরোনাম ::
সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল: শফিকুল আলম
জনতার দাবী প্রতিবেদক:
- আপডেট সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।তিনি আরও জানান, প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে কি না, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা তদন্ত করে দেখছে।
আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।










